১৫ বছর পর ফের জুনিয়র হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

hqখেলাধুলা ডেস্ক ৷৷ ১৫ বছর পর ফের জুনিয়র হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। ২০০১ সালে অস্ট্রেলিয়ার হোবার্টে আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার লখনউয়ে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে দিল ভারতের যুব দল। এই প্রতিযোগিতায় ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল ভারত। শেষপর্যন্ত অপরাজিতভাবেই চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালে বেলজিয়াম সেভাবে সুযোগই পায়নি। প্রথম থেকে শেষপর্যন্ত ভারতই দাপট দেখায়। আট মিনিটে প্রথম গোল করেন গুরজন্ত সিংহ। ২২ মিনিটে দ্বিতীয় গোল করেন সিমরনজিৎ সিংহ। দ্বিতীয়ার্ধেও ভারতেরই দাপট ছিল। তবে আর গোল হয়নি। এরই সুযোগ নিয়ে পাল্টা আক্রমণ করতে থাকে বেলজিয়াম। তারা শেষমুহূর্তে একটি গোল শোধও করে। তবে তাতে ভারতের জয় আটকায়নি। প্রথম দল হিসেবে ঘরের মাঠে জুনিয়র হকি বিশ্বকাপ জিতল ভারত। চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল, বিজেন্দ্র সিংহ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*