জাতীয় ডেস্ক ৷৷ শুক্রবারের নমাজে যাতে তাঁরা যোগ দিতে পারেন, সেজন্য রাজ্য মুসলিম সরকারি কর্মীদের ৯০ মিনিট কাজে বিরতি পালন করতে দেবে উত্তরাখণ্ড সরকার।সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হরিশ সিংহ রাওয়াতের পৌরহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে মুসলিম কর্মচারীদের শুক্রবার বেলা সাড়ে ১২ টা থেকে দুপুর ২টো পর্যন্ত অর্থাত দেড় ঘণ্টা কাজ থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে সময় তাঁরা নমাজে অংশ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি রাওয়াতের কংগ্রেস সরকার মেট্রো প্রকল্পের ব্যাপারে একটি বিস্তারিত প্রজেক্ট তৈরিতে সম্মতি দেওয়ার মতো বেশ কিছু সিদ্ধান্তও নিয়েছে। এছাড়া জরুরি ভিত্তিতে চিকিত্সা পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকারের সঙ্গে স্বাক্ষরিত ৫ বছরের বন্ড ভাঙলে ডাক্তারদের বিরুদ্ধে ২ ও আড়াই কোটি টাকা জরিমানা চাপানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৈঠকে। আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সে কথা মাথায় রেখেই এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হল কিনা, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।