নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর ৷৷ যুব উৎসবের অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক যুব উৎসবের সূচনা হল বামুটিয়াতে। সোমবার বামুটয়াস্থিত বেড়ীমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের উদ্যোগে যুব উৎসব-২০১৬ এর সূচনা হয়। যুব উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দিলিপ কুমার দাস, বিধায়ক ঝুমু সরকার সহ অন্যান্যরা।