সাব্রুম পর্যন্ত রেললাইন সম্প্রসারণে কাজের গতি বাড়ানোর জন্য তদ্বির চালাচ্ছে রাজ্য সরকার

railনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর ৷৷ একাদশ ত্রিপুরা বিধানসভা অধিবেশন সোমবার শেষ হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ অনির্দিষ্ট কালের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করেন। সোমবার রাজ্য বিধানসভায় বিধায়ক সমীরণ মালাকার, বিধায়ক যশবীর ত্রিপুরা এবং বিধায়ক প্রভাত চৌধুরীর জনস্বার্থে আনা একটি নোটিসের জবাবে পরিবহণমন্ত্রী মানিক দে জানান, আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজে রেলমন্ত্রক কাজ শেষ করার যে সময়সীমা নির্ধারণ করেছিল সেই অনুযায়ী কাজের আশানুরূপ অগ্রগতি হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে কাজের গতি বাড়ানোর জন্য তদ্বির তদারকি চলছে এবং রেলপথ নির্মাণের ভারপ্রাপ্ত কার্যকারকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তিনি জানান, উদয়পুর-সাব্রুম ৭০ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ চলছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, উদয়পুর-গর্জি ৯.২ কিলোমিটার চলতি অর্থ বর্ষে, গর্জি-শান্তিরবাজার ১৩.৩৬ কিলোমিটার ২০১৭-১৮, শান্তিরবাজার-বেলোনীয়া ৯.৯৭ কিলোমিটার ২০১৮-১৯ এবং বেলোনীয়া-সাব্রুম পর্যন্ত ৩৭.২৮ কিলোমিটার ২০১৯-২০ সালে সম্পন্ন করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*