তুরস্ক পুলিশের গুলিতে মৃত্যু রুশ রাষ্ট্রদূতের

trskআন্তর্জাতিক ডেস্ক ৷৷ তুরস্কর আঙ্কারায় বন্দুকবাজের গুলিতে রুশ রাষ্ট্রদূতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। আততায়ী তুরস্ক পুলিশের কর্মী ছিলেন। রাষ্ট্রদূতকে মারার আগে আলেপ্পোর প্রতিশোধ, সদর্পে ঘোষণা আততায়ীর। পাল্টা গুলিতে ওই হামলাকারীর মৃত্যু। আঙ্কারায় এক ছবির প্রদর্শনী চলাকালে অফ-ডিউটি এক তুরস্ক পুলিশ কোর্ট, টাই পরে এসে আচমকা বন্দুক নিয়ে রুশ রাষ্ট্রদূতের ওপর এই হামলা চালায়। পরে পুলিশের পাল্টা গুলিতে ওই হামলাকারীর মৃত্যু হয়। জানা গিয়েছে, ছবির প্রদর্শনীতে ঢুকে আলেপ্পোকে ভুল না, সিরিয়াকে ভুল না বলে চিত্কার করছিল ওই আততায়ী। তারপরই রাষ্ট্রদূতের ওপর হামলা চালানো হয়। প্রথমে হামলায় মাটিতে লুটিয়ে পড়েন রাষ্ট্রদূত। তারপর মৃত্যু নিশ্চিত করতে আরও কাছ থেকে তাঁকে গুলি করা হয়। প্রসঙ্গত, রাশিয়ার সাহায্যে সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো থেকে বিরোধীদের বের করে দেওয়া হয়েছে। সব শেষে সেই আততায়ী আল্লাহ আকবর বলে চিত্কার করে, জানিয়েছেন সেখানে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী। অভ্যন্তরীণ মন্ত্রী সুলেমন সোয়েলু জানিয়েছেন, ওই বন্দুকবাজের নাম মেভলট মের্ট আ্যালটিনটাস। শোনা গিয়েছে, ওই বন্দুকবাজ রুশ রাষ্ট্রদূতের ওপর মোট আট রাউন্ড গুলি চালিয়েছে। শুধু রাষ্ট্রদূতকেই হত্যা নয়, প্রদর্শনীর বহু ছবিও মাটিতে আছড়ে ফেলে নষ্ট করে দিয়েছে ওই আততায়ী। প্রসঙ্গত, আজই মস্কোয় সিরিয়া নিয়ে রাশিয়া, তুরস্ক এবং ইরানের বিদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক হওয়ার কথা ছিল। ঠিক তার ২৪ ঘন্টা আগে এই হামলায় কার্যত স্তম্ভিত সবপক্ষ। উল্লেখ্য সিরিয়ার গত ছ বছরের লড়াইয়ে শুরু থেকে প্রেসিডেন্ট বাশার আসাদকে সমর্থন করেছে রাশিয়া ও ইরান। তুরস্কর সমর্থন পেয়েছে আসাদ বিরোধীরা। রুশ রাষ্ট্রদূতের হত্যার ঘটনাকে নিজেদের ইতিহাসের অন্যতম দুর্ভাগ্যজনক দিন হিসেবে বর্ণনা করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা। ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপুঞ্জের প্রধান বান-কি-মুন এই ঘটনার কড়া ভাষায় সমালোচনা করে বলেন, এটা একটি কাণ্ড জ্ঞানহীন কাজ। রশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ঘটনার কড়া নিন্দা করে মন্তব্য করেন, এটা কার্যত মস্কো ও আঙ্কারার মধ্যে বেড়ে চলা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার চেষ্টা। এছাড়া এই হামলার মাধ্যমে সিরিয়ায় শান্তি প্রক্রিয়া শুরুর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতেও ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*