
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর ৷৷ রাজ্যের দুর্বল অংশের মানুষ যারা শিক্ষা ও উন্নত জীবনযাত্রা থেকে পিছিয়ে রয়েছে তাদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য সরকারের প্রচেষ্টা আছে। সীমাবদ্ধ ক্ষমতায় জাতী-উপজাতি-ধর্ম-বর্ণ সমস্ত অংশের মানুষের কল্যাণে সরকার কাজ করছে। বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে বিলিভার্স চার্চ আয়োজিত প্রাক খ্রিস্টমাস ও খ্রিস্টমাস উপহার বন্টন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে মূখ্যমন্ত্রী মানিক সরকার এই কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মূখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, রেভারেন্ড ফাদার কিশোর পি জন, বিশপ অনিল কুমার দেববর্মা। অনুষ্ঠানে চার্চের পক্ষ থেকে মূখ্যমন্ত্রীর হাতে স্মারক তুলে দেয় এবং ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ, ট্র্যকসুট ও সাইকেল দেওয়া হয়। তাছাড়াও অন্যান্যদের মধ্যে শীতবস্ত্র, সাইকেল রিক্সা, সেলাই মেশিন উপহার দেওয়া হয়। মূখ্যমন্ত্রী কয়েকজন সহায়তা প্রাপকদের হাতে উপহার তুলে দেন।