নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর ৷৷ গনতন্ত্রের যুদ্ধের আরো এক পর্ব চাক্ষুষ করল এই পাহারী রাজ্য ত্রিপুরা। বুধবার শান্তিপূর্ণভাবেই শেষ হল ত্রস্তর পঞ্চায়েত উপ-নির্বাচনের ভোট গ্রহন পর্ব। সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন পর্ব। রাজ্য নির্বাচন কমিশন ঘোষিত ত্রস্তর পঞ্চায়েতে শূন্যপদের সংখ্যা জিলা পরিষদ ১ আসন, পঞ্চায়েত সমিতি ২ আসন ও গ্রাম পঞ্চায়েত ৪৪ আসন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই শেষ হল ত্রস্তর পঞ্চায়েত উপ-নির্বাচনের ভোট গ্রহন পর্ব। ভোট গণনা হবে ২৩শে ডিসেম্বর।