মাসে পাঁচবারের বেশি এটিএম থেকে টাকা তুললে বা ব্যালেন্স চেক করলে শনিবার থেকেই দিতে হবে ২০ টাকা চার্জ

Bank ATMনয়াদিল্লি, ৩১ অক্টোবর, (এবিপি নিউজ) ।। এটিএম থেকে মাসে পাঁচ বারের বেশি টাকা তোলা বা কত টাকা ব্যালেন্স রয়েছে তা দেখার জন্য মূল্য চোকাতে হবে গ্রাহকদের। আগামীকাল, শনিবার থেকেই পাঁচ বারের বেশি এটিএম ব্যবহারের জন্য লেভি হিসেবে ২০ টাকা করে দিতে হবে।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে পাঁচ মেট্রো শহর কলকাতা, দিল্লি,মুম্বই, চেন্নাই,হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে এই বিধি কার্যকর হচ্ছে শনিবার থেকে। নয়া নির্দেশিকা অনুযায়ী, যে ব্যাঙ্কে গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের এটিএম থেকে মাসে মাত্র পাঁচ বার টাকা তোলা বা মিনি স্টেটমেন্ট নেওয়া সহ অন্যান্য নন-ফিনান্সিয়াল লেনদেন বিণামূল্যে করা যাবে। কিন্তু তার বেশি হলেই প্রতি লেনদেনে ২০ টাকা করে মূল্য দিতে হবে।
অন্যদিকে, যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই সেই ব্যাঙ্কের এটিএমে মাসে তিনবারের বেশি নিখরচায় লেনদেন করা যাবে না।এক্ষেত্রে বিনা খরচে লেনদেনের সংখ্যা পাঁচ থেকে কমিয়ে করা হয়েছে তিনবার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*