নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আগামী ২৯-৩১ ডিসেম্বর, ২০১৬ রাজ্যের কর্মরত সাংবাদিকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। শহীদ ভগৎ সিং যুব আবাসে তিনদিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধন হবে ২৯ ডিসেম্বর সকাল ১০টায়। উদ্বোধন করবেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব এম এল দে, অধিকর্তা মৃণাল কান্তি নাথ, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক আর কে কল্যাণজিৎ সিং। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রেস ক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী।