নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর ৷৷ গত ২২ নভেম্বর, ২০১৬ জন্মুর পুঞ্চ জেলার ভারত-পাক সীমান্তের জামিয়া ওয়ালিগলি সেক্টরে পেট্রোলিং করার সময় পাকিস্থানি হানাদার বাহিনীর পেতে রাখা মাইন বিস্ফোরনে শহিদ বি এস এফ জওয়ান তথা রাজ্যের যুবক শম্ভু সাতমুড়ার পরিবারের প্রতি সন্মান জানিয়ে রাজ্য সরকার শম্ভু সাতমুড়ার পরিবারকে ৫ লক্ষ টাকা এক্সগ্রেসিয়া এবং তাঁর স্ত্রীকে সরকারী চাকুরী দেয়ার সিদ্ধান্ত মন্ত্রীসভার বৈঠকে নিওয়া হয়েছে। এই এক্সগ্রেসিয়া ৫ লক্ষ টাকা শম্ভু সাতমুড়ার মা-কে প্রদান করা হবে।
একই ভাবে গত ২৯ নভেম্বর, ২০১৬ জন্মুর নাগরোটায় সেনা শিবিরে ছয় জঙ্গির আত্মঘাতি হামলায় শহিদ ভারতীয় সেনাবাহিনীর বেঙ্গল রেজিমেন্টের নায়েক তথা রাজ্যের যুবক চিত্তরঞ্জন দেববর্মার পরিবারের প্রতি সন্মান জানিয়ে রাজ্য সরকার চিত্তরঞ্জন দেববর্মার পরিবারকে ৫ লক্ষ টাকা এবং তাঁর স্ত্রীকে সরকারী চাকুরী দেয়ার সিদ্ধান্ত মন্ত্রীসভার বৈঠকে নিওয়া হয়েছে। বুধবার, মন্ত্রীসভার বৈঠকের পর তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জনান।