গোপাল সিং, খোয়াই, ৩১ ডিসেম্বর ৷৷ ৩০শে ডিসেম্বর সারা রাজ্যেই এসবি স্কুলগুলিতে একযোগে পরীক্ষার ফলাফল তথা বার্ষিক কৃতীত্ব সারনি প্রদান করা হল। খোয়াই শান্তিনগর ভূমিহীন কলোনী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যেও বার্ষিক কৃতীত্ব সারনি-২০১৬, পাঠ্যবই ও খাতা-কলম বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার। বিদ্যালয় পরিদর্শক মুকুন্দলাল দেববর্মা, পঞ্চায়েত প্রধান প্রদীপ শুক্লদাস, এসএমসি চেয়ারম্যান সুখময় দেবনাথ, শিক্ষকদ্বয় কানু রায় ও সরজিৎ দেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৮ জন। সবার মধ্যেই এদিন মার্কশিট প্রদান করে নতুন শিক্ষাবর্ষের জন্য পাঠ্যবই প্রদান করার পাশাপাশি বিদ্যালয়ের টিচার গ্রান্ট এর অর্থে খাতা-কলমও প্রদান করা হয়। সেই সাথে ছাত্র-ছাত্রীদের মাংস-ভাতও খাওয়ানো হয় এদিন। এক আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় মুগ্ধ অতিথিরা। অনুষ্ঠানে স্থানীয় অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।