খোয়াইয়ের পিকনিক স্থলগুলি ক্রমেই অশান্ত হয়ে উঠছে, অবাধে প্রবেশ করছে নেশা সামগ্রী

khwগোপাল সিং, খোয়াই, ০১ জানুয়ারী ৷৷ পযটন মানচিত্রে খোয়াইয়ের বনবিথি ইকো পার্ক ইতিমধ্যে স্থান করে নিয়েছে। খোয়াইয়ের প্রসিদ্ধ অপর একটি পযটন স্থল হল জঙ্গল মহল। বিভিন্ন সময় দূর-দূরান্ত থেকে পযটকরা এখানে আসেন। যে কারনে পযটন ক্ষেত্র হিসাবে খোয়াইয়ের সুনাম এখন রাজ্য, বহি:রাজ্য থেকে ছড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। বিনোদন স্থল হিসাবে বিভিন্ন মহকুমা এবং জেলার জনগন এখানে আসেন। শীতের মরশুম শুরু হতেই বিভিন্ন পিকনিক পার্টি ভীড় জমান জঙ্গল মহল কিংবা বনবিথি ইকো পার্কে। সারা রাজ্যেই যেখানে বিভিন্ন পিকনিক স্পটে পুলিশের প্রচেষ্টায় নেশা সামগ্রী নিয়ে প্রবেশ না করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এতে অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার চেষ্টা চালানো হচ্ছে। সেখানে কিন্তু খোয়াই ব্যতিক্রম। দুটি পিকনিক স্পটেই ৭০-৮০ দল যেতে পারে। তাই বেশী রোজগারের ধান্দায় প্রায় ডবল পিকনিক পার্টি প্রবেশ করিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরী করা হচ্ছে। এইসব পিকনিক স্পটগুলিতে প্রবেশ করলেই দেখা যায় যত্রতত্র পাওয়া যায় নেশা সামগ্রী। খোয়াইয়ের থানা বাবুরা সব জেনেশুনেও চুপ। শুধু লোক দেখানো ডিউটি দেখানো হয়। পিকনিক স্থলে অবাধে চলছে অপসংস্কৃতি। যা দেখে এলাকার জনগন কি শিখবে? যুবরা আগামী দিনে কি শিক্ষা নেবে? তানিয়ে চিন্তিত অভিভাবকমহল। প্রশাসন যেন শক্ত হাতে এর মোকাবিলা করে, এমনটাই দাবি জনসাধারনের।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*