জাতীয় ডেস্ক ৷৷ গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষের জন্য পাকা বাড়ি নির্মাণ করার ওপর জোর দিল কেন্দ্র। সরকারের ঘোষণা, আগামী অর্থবর্ষে ৪৪ কোটি মানুষকে স্বল্প ব্যয়ের বাড়ি নির্মাণ করতে আর্থিক সহায়তা করা হবে। শুধু তাই নয়, সেখানে বিদ্যুৎ, জল ও রান্নার গ্যাস সমতে সব অত্যাবশ্যকীয় পরিষেবা থাকবে। এদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন সচিব অমরজিত সিংহ জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর আওতায় সমতল এবং পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি যথাক্রমে ১.৩০ লক্ষ এবং দেড় লক্ষ টাকা জমা দেবে সরকার। এছাড়া, শৌচাগার নির্মাণের খরচ হিসেবে ১২ হাজার টাকা এবং নিজের বাড়ি নির্মাণের জন্য গ্রামীণ স্বরোজগার যোজনার আওতায় ৯০ দিনের ভাতা হিসেবে অতিরিক্ত ১৮ হাজার টাকাও তাঁদের দেওয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা স্পষ্ট। তা হল, সকলের জন্য বাড়ি গড়ে তাঁদের জীবনের মান উন্নত করা। এর জন্য আগামী বছর ৪৪ কোটি জন্য বাড়ি-নির্মাণ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তিনি যোগ করেন, যাঁরা গৃহহীন, তাঁদের জন্য বাড়ি, আর যাঁরা কাঁচা-ঘরে থাকেন, তাঁদেরকে পাকা ঘর দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। কেন্দ্রের মতে, এই বিশেষ প্রকল্পে যাঁরা লাভবান হবেন, তার ৬০ শতাংশ মানুষই তফশিলি শ্রেণিভুক্ত। অমরজিত জানান, যাঁরা পাবেন, প্রাথমিকভাবে তাঁদের চিহ্নিত করার কাজ সম্পন্ন হয়েছে। আগামী তিন বছরে কিস্তিতে ওই টাকা সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে। অন্যদিকে, দুর্নীতি এড়াতে প্রত্যেকটি বাড়ি ট্যাগ করা থাকবে। গৃহকর্তার ছবি সহ বাড়ির ছবি রাখা হবে। তালিকার বাইরে থাকা কোনও ব্যক্তি যাতে এই প্রকল্পের লাভ না ওঠাতে পারে, তার জন্য বিশেষ নজরদারি চালাচ্ছে সরকার।