গোপাল সিং, খোয়াই, ০২ জানুয়ারী ৷৷ খোয়াইতে অনুষ্ঠিত অনুর্ধ-১৪ ক্রিকেট প্রতিযোগিতায় টানা ৪টি ম্যাচে জয়ী নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি। খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ক্রিকেট প্রতিযোগিতায় সোমবার মুখোমুখি হয় বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব ও নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৯ ওভারেই গুটিয়ে যায় বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব। দলীয় রান উঠে ৫৭ এবং অতিরিক্ত রান হিসাবে আসে ৫৭ রান। সর্বমোট স্কোর দাঁড়ায় ১০ উইকেটের বিনিময়ে ১১৪ রান। দলের পক্ষে ২টি ছয় এর সাহায্যে সর্বোচ্চ ১৬ রান করে শুভায়ন পাল। এছাড়া আর কোন ব্যাটসম্যানই দশের কোঠা অতিক্রম করতে পারেনি। নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে ৩টি করে উইকেট পায় আদেশ দেববর্মা ও সাগনিক ঘোষ। ১টি উইকেট দখল করে সুমিত সূত্রধর। জবাবে ব্যাট করতে নেমে মারমুখী ব্যাটিং শুরু করে নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি’র ওপেনার গৌরব দত্ত। মাত্র ৩৩ বলে ৬১ রানের ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৩টি ছয় এর সাহায্যে। তবে শেষ দিকে ম্যাচটি কিছুটা উত্তেজনাকর হয়ে উঠে। একে একে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানরা আউট হতে শুরু করে। কিন্তু ২১ বলে অপরাজিত ১৯ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় প্রসেঞ্জিত রুদ্রপাল। ৪ রানে অপরাজিত থাকে মরশুমের প্রথম শতরানকারী ব্যাটসম্যান পূর্ণচন্দ্র সিনহা। মাত্র ১১ ওভার ৪ বলে ৬ উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নেয় নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি। এই জয়ের সুবাদে টানা ৪ ম্যাচের চারটিতেই জয়ী হয়ে গ্রুপ টেবিলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি। আজকের ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করে প্রসেঞ্জিত গোপ ও অসিত মির্ধা।