৯ উইকেটের বিনিময়ে বিশাল জয় ভেনাস ক্লাবের

crckগোপাল সিং, খোয়াই, ০৫ জানুয়ারী ৷৷ খোয়াইতে অনুষ্ঠিত অনুর্ধ-১৪ ক্রিকেট প্রতিযোগিতায় বিশাল জয় পেল ভেনাস ক্লাব। খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বৃহস্পতিবারের ম্যাচে সোনাতলা দ্বাদশ ও ভেনাস ক্লাব মুখোমুখি হয়। নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের ম্যাচে সোনাতলা দ্বাদশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ধারাবাহিক উইকেট পতনের ফলে চাপে পড়ে যায়। একমাত্র চতুর্থ উইকেট জুটিতে অর্ধশতরানের পার্টনারশিপের উপর ভর করে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। দলের পক্ষে সর্বোচ্চ রান ২২। ৩৮ বলে ৩টি চারের সাহায্যে এই রান আসে স্বরজিৎ শুক্লদাসের ব্যাট থেকে। ১টি চারের সাহায্যে ৩২ বলে ১৫ রান করে রোহন পাল। এছাড়া তেমন কোন উল্লেখযোগ্য রানই কেউ তুলতে পারেনি। মাত্র ২৭ ওভারে ১০ উইকেটের পতন ঘটে। ১১০ রানে শেষ হয় সোনাতলা দ্বাদশের ইনিংস। যার মধ্যে অতিরিক্ত রানই ছিল ৪৪। অপরদিকে ভেনাস ক্লাবের পক্ষে মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেয় সম্রাট নম:দাস। ৪২ রানে ৩টি উইকেট পায় তন্ময় দেবসরকার। ২টি উইকেট পায় কান্তি দত্ত এবং ১টি উইকেট যায় রাজ দত্তের দখলে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১টি উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভেনাস ক্লাব। যদিও ভেনাস ক্লাবের পক্ষে ব্যাটে রান আসে ৪৭ এবং সোনাতলা দ্বাদশ অতিরিক্ত হিসাবে ৬৫ রান দিয়ে ভেনাস ক্লাবের জয়কে আরও সহজ করে দেয়। ভেনাস ক্লাবের পক্ষে রাজ দত্ত উইকেট নেবার পাশাপাশি ব্যাট হাতেও ৪৪ বলে ৫টি চারের সাহায্যে ৩০ রান করে দলের জয়কে নিশ্চিত করে। সোনাতলা দ্বাদশের পক্ষে একমাত্র উইকেটটি যায় অভিজিৎ চন্দ্র শুক্লদাসের দখলে। আজকের ম্যাচে মাঠে আম্পায়ার হিসাবে ছিলেন সঞ্জিব পাল ও সায়েল দাস।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*