জলের দাবিতে হেজামারা আগরতলা সড়ক অবরোধ, যাত্রী দুর্ভোগ চরমে

roadগোপাল সিং, খোয়াই, ০৫ জানুয়ারী ৷৷ বৃহস্পতিবার সাতসকালেই খোয়াই থানাধীন বেলফাং বাড়িতে স্থানিয় লোকেরা জলের দাবিতে খোয়াই হেজামারা আগরতলা সড়কে পথ অবরোধ করে। ফলে সকাল থেকে বিকল্প এই জাতীয় সড়কটিতে দুই প্রান্তেই আটকে থাকে অসংখ্য যানবাহন। খবর পেয়ে খোয়াই থেকে এসডিপিও সহ পুলিশ বাহিনী ঘটনা স্থলে ছুটে গেছে। মূলত তিনটি পাড়ার লোকেদের দাবি হচ্ছে তাদের পর্যাপ্ত জলের ব্যাবস্থা করা হলেই সড়ক অবরোধ মুক্ত করা হবে। গত কিছু দিন ধরেই পদ্মবিল ব্লক এলাকার বেলফাং বাড়ি, তলাকুরই পাড়া এবং সুভাষ চৌধুরী পাড়ায় জলের সমস্যা চলছিল। পদ্মবিল জল দপ্তরকে জানিয়েও কোন কাজ হচ্ছিলনা বলেই এলাকার লোকেদের অভিযোগ। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকাল সাতটা থেকেই খোয়াই আগরতলা সড়কের বেলফাং বাড়িতে তিন গ্রামের লোকেরা সড়ক অবরোধে বসে পড়ে। তাদের দাবি জলের ব্যাবস্থা না করা পর্যন্ত রাস্তা খোলা হবেনা। হঠাৎ করে বিকল্প জাতীয় সড়কটি অবরোধ হওয়ায় যাত্রী দুর্ভোগ দেখা দেয়। বহু যানবাহন দাঁড়িয়ে পড়ে সড়কের দুই প্রান্তে। পরবর্তী সময় বিধায়ক পদ্মকুমার দেববর্মা এবং বিডিও ঘটনাস্থলে ছুটে যান এবং অবরোধকারীদের সাথে কথা বলেন। তাদের আশ্বাসেই অবরোধকারীরা সড়ক অবরোধ তুলে নেন। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে অবরোধ চলে সাড়ে ৯টা অবধি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*