শান্তিরবাজার মহকুমা ভিত্তিক পর্যালোচনা সভায় মূখ্যমন্ত্রী

cmনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৭ জানুয়ারী ৷৷ শান্তিরবাজার মহকুমার পূর্ত দপ্তরের ডাক বাংলোর কনফারেন্স হলে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর বিষয়ে মূখ্যমন্ত্রী মানিক সরকার একটি পর্যালোচনা সভা করেন। এই পর্যালোচনা সভায় সড়ক যোগাযোগ, বৈদ্যুতিকরণ, জলসেচ, পানীয়জল সরবরাহ, শৌচালয় নির্মাণ, বাসগৃহ নির্মাণ, সামাজিক ভাতা প্রদান এবং বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন প্রভৃতি বিষয়ের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। পর্যালোচনা সভায় মূখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও কারামন্ত্রী মণীন্দ্র রিয়াং, বিধায়ক যশবীর ত্রিপুরা, এ ডি সি-র নির্বাহী সদস্য ধীরেন্দ্র রিয়াং, এম ডি সি সঞ্জীব মারাক, মূখ্য সচিব যশপাল সিং, প্রধান সচিব ডা সারওয়াল, দক্ষিন জেলার জেলা শাসক, মহকুমা শাসক, বিডিওগণ সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। পর্যালোচনা সভার পর মূখ্যমন্ত্রী মহকুমার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়েও একটি পৃথক পর্যালোচনা সভা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*