রাজ্যে ফের নারী নির্যাতন

নিজস্ব প্রতিনিধি, বেলোনিয়া, ১২ জুলাই/(NUT) : ফের নারী নির্যাতনের ঘটনা ঘটল স্বর্ণযুগের রাজ্য ত্রিপুরায়। ঘটনা বেলোনিয়ার মনচন্দ্র পাড়ায়।
এক বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টা করেন নরেশ দাস নামে এক ব্যক্তি। অভিযুক্তের বিরুধে থানায় মামলা করা হয়।
যদিও অভিযুক্ত নরেশ দাসকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অভিযুক্ত নরেশ দাস পলাতক।

FacebookTwitterGoogle+Share

Comments are closed.