গোপাল সিং, খোয়াই, ০৮ জানুয়ারী ৷৷ খোয়াই মহকুমাভিত্তিক অনুর্ধ-১৪ ক্রিকেট প্রতিযোগিতায় অঘোষিত চ্যাম্পিয়ান দল হিসাবে গ্রুপের সবক’টি ম্যাচ জিতে গ্রুপ টেবিলের শীর্ষে নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি। প্রতিযোগিতা শেষ হচ্ছে ১০ই জানুয়ারী। খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আজকের ম্যাচটি ছিল এভারগ্রীণ ক্লাব বনাম বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের মধ্যে। এই ম্যাচে ৭৬ রানের বিশাল জয় পায় এভারগ্রীণ ক্লাব।
রবিবার সকালে কুয়াশার কারনে ম্যাচ দেড়িতে শুরু হয়। ৪০ ওভারের ম্যাচ দাঁড়ায় ৩৪ ওভারে। বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানায় এভারগ্রীণ ক্লাবকে। প্রথমে ব্যাট করতে নেমে শতরানের ওপেনিং জুটির পরও দলীয় ব্যাটসম্যানদের ব্যার্থতায় দল খুব বেশী রান তুলতে পারেনি। রিপ্লু চন্দ্র পালের অর্ধশতরান ও অপর ওপেনার অভিজিৎ মল্লিকের ৩৩ রান এবং মিডল অর্ডার ব্যাটসম্যান ইটেন সাঁওতাল এর ২২ রান ছাড়া আর কেউই এদিন সুবিধা করতে পারেনি। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা কিন্তু চমৎকার করেছিল এভারগ্রীণ ক্লাবের ওপেনাররা। অভিজিৎ মল্লিক ৬৮ বলে ৩টি চারের সাহায্যে ধৈর্য্যশীল ৩৩ রান করে আউট হয়। কিন্তু রিপ্লু চন্দ্র পাল ঝড়ো গতিতে রান তুলতে শুরু করে এবং নিজের অর্ধশতরানটি সম্পন্ন করে। ৬৯ বলে ৫টি চারের সাহায্যে ৫১ রান করে আউট হয় রিপ্লু। এরপর ইটেন সাঁওতাল ১৭ বলে ৫টি চারের সাহায্যে ২২ রান করে। এছাড়া বাকি ব্যাটসম্যানরা ক্রীজে দাঁড়াতেই পারেনি। ৩৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে দলীয় রান উঠে ১৬৩। বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের পক্ষে সফল বোলার শুভায়ন পাল। ২৮ রানে সে তুলে নেয় ৩টি উইকেট। এছাড়া ২টি করে উইকেট পায় প্রিয়জিৎ দাস ও কুন্তল দেবনাথ। ১টি উইকেট পায় শুভম বিশ্বাস। ১৬৩ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জবাবে ব্যাট করতে নেমে এভারগ্রীণ ক্লাবের বোলারদের সামনে সহজেই আত্মসমর্পন করে বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের ব্যাটসম্যানরা। দলের পক্ষে ব্যাট হাতে একমাত্র সফল অভিজিৎ দে। ৪৮ বলে ৪টি চারের সাহায্যে অভিজিৎ ৩৯ রান করে। এছাড়া কুন্তল দেবনাথের ১১ রান ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কে পৌছতে পারেনি। মাত্র ২৪ ওভারে ৮৭ রানেই শেষ হয় বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের ইনিংস। এভারগ্রীণ ক্লাবের পক্ষে ৩টি করে উইকেট পায় রাহুল বিশ্বাস ও রুপক দেবনাথ। ২টি উইকেট পায় অর্কদ্যুতি দেব। আজকের ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করে মধূসুধন ঘোষ ও প্রসেঞ্জিত গোপ।