ওয়াটসঅ্যাপ প্রতিনিধি, সাব্রুম, ০৮ জানুয়ারী ৷৷ ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন, সাব্রুম বিভাগীয় কমিটির এক দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার এই সম্মেলনে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন, সাব্রুম বিভাগীয় কমিটি গঠিত হয়। পাশাপাশি ATEF,TEAC,ATTA কমিটিও গঠিত হয়। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন, সাব্রুম বিভাগীয় কমিটির এই সম্মেলনে বক্তব্য রাখেন রাজ্য কমিটির মহাসচিব সমর রায়,রাজ্য সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ, রাজ্য কমিটির ভাইস চেয়ারম্যান অনিল চন্দ্র দেবনাথ, মহকুমা সভাপতি প্রনব দাস প্রমুখ। সেই সাথে বকেয়া মহার্ঘ ভাতা, সপ্তম পে কমিশন গঠন সহ 11 দফা দাবি নিয়ে আগামী দিনে আন্দোলনের ডাক দেন দলীয় নেতৃত্বরা। সম্মেলনে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন, সাব্রুম বিভাগীয় কমিটির নতুন কমিটি গঠিত হয়ে TGEF-র চেয়ারম্যান নেপাল চন্দ্র দে, সভাপতি প্রনব দাস, সম্পাদক সুশীল দে, ATEF-র সভাপতি সুরেশ চন্দ্র দাস, সম্পাদক সঞ্জয় চন্দ্র রুদ্রপাল, TEAC-র সভাপতি সঞ্জীব সিংহ, সম্পাদক অমিত দাস এবং ATTA-র সভাপতি প্রমথ আচার্য, সম্পাদক বাবুল ভৌমিককে এই পদগুলিতে দায়িত্ব দেয়া হয়।