নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ।। চিটফান্ডের দৌলতে সর্বশান্ত আমানতকারিরা। মোটা টাকার সুদের লোভ দেখিয়ে সাধারন মানুষ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এভাবেই প্রতারনা করে চলছে দিনের পর দিন। বৃহস্পতিবার পূর্ব থানার পুলিশ শহরতলীর যোগেন্দ্রনগর বনকুমারি সাহাপাড়া থেকে তিতাস কুমার সাহা, আড়ালিয়া পাল পাড়া থেকে পিন্টু দাস এবং আড়ালিয়া নেতাজী সুভাষ পাড়া থেকে রাজু দাস কে গেপ্তার করে। ঘটনার বিবরণে জানা যায় তারা সিরিয়াস ইন্টারন্যাশানাল নামে একটি ভুইফুর সংস্থার অফিস মঠ চৌমুহনি এলাকায় খুলে সাধারন মানুষ থেকে প্রচুর অর্থ সংগ্রহ করে বহিরাজ্যে পালিয়ে যায়। সম্প্রতি নিজ বাড়িতে ফিরে আসার খবর পেয়ে আমানতকারিরা পূর্ব থানায় মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। শুক্রবার তাদের কোর্টে তোলা হলে আদালত তাদের ৭ দিনের রিমান্ডে পাঠায়।
রাজীব সাহার তোলা ছবি।