নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৯ জানুয়ারী ৷৷ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পশ্চিম জেলা ভিত্তিক লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয় শহরের মুক্তধারা প্রেক্ষাগৃহে। সোমবার জেলা ভিত্তিক এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। উৎসবে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লক এলাকা থেকে নির্বাচিত শিল্পীগণ রাজ্যের ঐতিহ্যবাহী লোক সংস্কৃতির বিভিন্ন ধারা উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিধানসভার উপাধ্যক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিনেশ দেবনাথ, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সবিতা দাস সহ প্রচুর সংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক, শ্রোতা। অনুষ্ঠানে ২২টি বিভিন্ন সাংস্কৃতিক দল ধামাইল, মামিতা, লেবাংবুমানি, জারি, বিয়ের গান ইত্যাদি পরিবেশন করে।