
মঙ্গলবার অন্তিম ম্যাচটি খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠ থেকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় এয়ারপোর্ট মাঠে। সেখানে অনুষ্ঠিত প্রতিযোগিতার অন্তিম ম্যাচে মুখোমুখি হয় গ্রুপ পয়েন্ট টেবিলে ২য় ও ৩য় স্থানে থাকা দুই দল, এভারগ্রীণ ক্লাব ও ভেনাস ক্লাব। সর্বশেষ ম্যাচে ৬৫ রানের বিশাল জয় পায় ভেনাস ক্লাব। মঙ্গলবার এয়ারপোর্ট মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের অন্তিম ম্যাচে এভারগ্রীণ ক্লাব টসে জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানায় ভেনাস ক্লাবকে। প্রথমে ব্যাট করতে নেমে কোন সুবিধাই করতে পারেনি ভেনাস ক্লাবের ব্যাটসম্যানরা। ধারাবাহিকভাবে উইকেটের পতন ঘটতে থাকে। প্রিতম দাস ও সম্রাট নম: দাস কিছুটা রান তোলার চেষ্টা করলেও ক্রীজে বেশী সময় দাঁড়াতে পারেনি। ৩৭ বলে ৪টি চারের সাহায্যে প্রিতম দাস ২১ রান এবং ৩২ বলে ৪টি চারের সাহায্যে সম্রাট নম: দাস ২৭ রান করে আউট হয়। ১৩ রান করে সুব্রত কর্মকার। এছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠা অতিক্রম করতে পারেনি। ৩২ ওভার ১ বলে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ১২৭ রানই তুলতে সক্ষম হয় ভেনাস ক্লাব। এভারগ্রীন ক্লাবের পক্ষে সফল বোলার অভিজিৎ মল্লিক। মাত্র ৮ রান দিয়ে সে তুলে নেয় ৪টি উইকেট। ৩টি উইকেট যায় রূপক দেবনাথের দখলে। ১টি করে উইকেট পায় অনির্বাণ দাস, অনুপম গুণ ও মনিষ দেবনাথ। মাত্র ১২৭ রানের সহজ লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জবাবে ব্যাট করতে নেমে একপ্রকার ধরাশায়ী হয়ে যায় এভারগ্রীণ ক্লাবের ইনিংস। নৃপেশ সূত্রধর ও ইটেন সাঁওতাল দুজনেই ১২ রান করে। এছাড়া আর কেউ দুই অঙ্কে পৌছুতে পারেনি। মাত্র ২৮ ওভার ৪ বলে ৯ উইকেটের বিনিময়ে ৬২ রানেই থেমে যায় এভারগ্রীণ ক্লাবের ইনিংস। যদিও দলের একজন ক্রিকেটার জর্জ দেববর্মা শারীরিকভাবে অসুস্থ্য হয়ে যাবার কারনে মাঠে নামতে পারেনি। ভেনাস ক্লাব জয় পায় ৬৫ রানে। দলের পক্ষে সফল বোলার কান্তি দত্ত। মাত্র ১২ রানের বিনিময়ে সে তুলে নেয় ৩টি উইকেট। ২টি উইকেট পায় রাজ দত্ত ও রাহুল দেবনাথ। ১টি করে উইকেট পায় সম্রাট নম:দাস ও প্রিতম নাথশর্মা। আজকের ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করে রিপন বিশ্বাস ও নিমাই শুক্লদাস।