খোয়াই প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ।। শুক্রবার খোয়াই মহকুমার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৯-দফা দাবীতে পথে নামে DYFI এবং TYF। প্রথমে DYFI এবং TYF-এর তরফে খোয়াই শহরের বিভিন্ন পথ যুব পদযাত্রা করে এসে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে DYFI এবং TYF-এর তরফে খোয়াই মহকুমার সার্বিক উন্নয়নের ডাক দেয় সকলেই।
খোয়াই থেকে মৃদুল চক্রবর্তীর তোলা ছবি।