বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ১১ জানুয়ারী ৷৷ অল্পতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পতে রক্ষা পেল ৫ম শ্রেণীতে পাঠরত এক ছাত্রী। ঘটনার বিবরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত উত্তর কাঞ্চন নগর এস বি স্কুলে পাঠরত ৫ম শ্রেণীর ছাত্রী সুমা সরকার অন্যান্য দিনের মত বুধবার স্কুলে যাওয়ার সময় টি আর ০১ উ ১৭২৪ নম্বরের মালবাহী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। জানা যায়, সকাল ১০টা ৩৫ মিনিট নাগান মালবাহী লড়িটি শান্তির বাজার থেকে বেলোনীয়ার দিকে দ্রুতগতীতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ঘটনার পর স্কুলের কর্তব্যরত শিক্ষকরা সুমাকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে।