বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ১১ জানুয়ারী ৷৷ শান্তির বাজার মহকুমার দেবদারু এলাকায় এক মহিলার আত্মঘাতীর চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায়, পারিবারিক বিবাদের জেরে বুধবার দুপুরে ঐ এলাকার জনৈক মহিলা সোনালী দেবনাথ (১৯) নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকেরা সোনালীকে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উদয়পুর গোমতী হাসপাতালে রেফার করে। জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডাঃ এ রিয়াং জানান, সোনালী দেবনাথের ৯০ শতাংশ আগুনে পুড়ে যায়।