নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ।। বহুকোটি টাকার বিশালগড় ব্লকের অর্থ লোপাটের ঘটনার মূল অভিযুক্ত বিমল চক্রবর্তীকে শুক্রবার ফের আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে দ্বিতীয় দফায় দশদিন পুলিশ রিমান্ডে ছিল বিমল চক্রবর্তী। শুক্রবার পুলিশ আদালতের কাছে বিমলকে ১৪ দিনের জেল হেপাজত চাইলেও আদালত ৬ দিনের পুলিশী হেপাজতের নির্দেশ নেয়। আগামী ৫ নভেম্বর পূনরায় আদালতে হালির করা হবে বিশালগড় ব্লক কেলেঙ্কারীতে মূল অভিযুক্ত বিমল চক্রবর্তীকে।
ফাইল ছবি।