আগরতলা, ১২ জানুয়ারী ৷৷ বিজেপি’র রাজ্য শাখার প্রাক্তন সভাপতি সুধীন্দ্র চন্দ্র দাসগুপ্তের প্রয়াণে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেছেন, ত্রিপুরা প্রদেশ বিজেপি’র প্রাক্তন সভাপতি সুধীন্দ্র চন্দ্র দাসগুপ্তের প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপণ করছি। তিনি একজন উদ্যোগী শারীর শিক্ষক ছিলেন। ১৯৭০ এর দশকে ত্রিপুরায় বামপন্থী শিক্ষক-কর্মচারী আন্দোলনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। অবিভক্ত খোয়াই অধুনা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কল্যাণপুরের যে ছাত্র আন্দোলন শচীন্দ্রলাল সিংহের তৎকালীন জনবিরোধী স্বৈরাচারী সাসনের বিরুদ্ধে ছাত্র-শিক্ষক-কর্মচারী তথা গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করেছিলেন, সে সময় আন্দোলনের ময়দানেই তাঁর সাথে সাক্ষাৎ হয় এবং পর্যায়ক্রমে আমাদের সখ্যতা গড়ে ওঠে। কল্যাণপুর আন্দোলনে যুক্ত থাকার কারণে তিনি আক্রান্তও হয়েছিলেন। প্রয়াত সুধীন্দ্র চন্দ্র দাসগুপ্তের শোক-সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপণ করছি।