নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী ৷৷ আগামী ২০ জানুয়ারী দুপুর ১২টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে চলেছে আগরতলা-উদয়পুর যাত্রীবাহী বিশেষ রেল। জানা যায়, ঐদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু নয়াদিল্লী অথবা দার্জিলিং থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোতাম টিপে আগরতলা-উদয়পুর যাত্রীবাহী রেলের উদ্বোধন করবেন। ২১ জানুয়ারী থেকে রবিবার ব্যতীত সপ্তাহে ৬ দিন আগরতলা-উদয়পুর এবং উদয়পুর-আগরতলার মধ্যে দুই জোড়া করে চলবে এই ট্রেনটি। মোট ৫ কোচের রেলে ৪টি দ্বিতীয় শ্রেণী এবং ১টি এস এল আর কোভ থাকবে। ২০ জানুয়ারী ০৫৬৮২ আপ ট্রেনটি আগরতলা থেকে উদয়পুরের উদ্যেশ্যে রওনা হলেও ঐদিন ফিরে না এসে ২১ জানুয়ারী ০৫৬৮১ ডাউন ট্রেনটি উদয়পুর থেকে ছেড়ে আগরতলার উদ্যেশে রওনা হবে।