নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী ৷৷ প্রয়াত হলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র প্রাক্তন সভাপতি সুধীন্দ্র চন্দ্র দাসগুপ্ত। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবর পেয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেব, রাজ্য প্রভারি সুনীল দেওধর সহ দলীয় নেতানেত্রীরা শ্রদ্ধা জানাতে প্রয়াতের বাড়ি গিয়ে মরদেহে পুস্পার্ঘ অর্পণ করেছেন এবং তাঁর পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপণ করেছেন। সেখান থেকে মরদেহ ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে নিয়ে আসা হয়, সেখানেও পুস্পার্ঘ অর্পণ করেছেন দলীয় কর্মী সমর্থকরা। রাজ্য বিজেপি’র প্রাক্তন সভাপতি সুধীন্দ্র চন্দ্র দাসগুপ্তের প্রয়ানের খবর ছড়িয়ে পড়তেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।