নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী ৷৷ ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের পূণ্য জন্মতিথি। আজকের দিনে সূর্যোদয়ের দু’মিনিট আগে জন্মেছিলেন এক দিব্যজ্যোতি শিশু যিনি পরবর্তীকালে বীর সন্যাসী স্বামী বিবেকানন্দ নামে পৃথিবীতে খ্যাতি লাভ করেছিলেন। ১৯৮৫ সালে ভারত সরকার এদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষনা করেছিল। আবার রাষ্ট্রসংঘ ২০১০ সালকে বিশ্ব যুব উৎসব রূপে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর যুবসমাজের স্বীকৃতি স্বরূপ যুবশক্তিকে উৎসাহিত করা, অধিকতর মর্যাদা দেওয়া, সমন্বিত করা, তাদের চরিত্র ও গুনাবলির ইতিবাচক দিক গুলোকে বিকশিতকরা, গতি সঞ্চার করার লক্ষ্যে এই দিনটিতে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয় বিভিন্ন স্কুল ও সংস্থার মাধ্যমে।
বৃহস্পতিবার, নবজাগৃতির অন্যতম প্রাণ পুরুষ ভারত পথিক স্বামী বিবেকানন্দের ১৫৫তম জন্মতিথি এবং ৩৩তম জাতীয় যুব উৎসব পালন করা হয় আগরতলার বিবেক উদ্যানে। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার স্বামীজীর মূর্তির সামনে বিবেক জ্যোতি আলো জ্বালিয়ে যুব দিবসের কেন্দ্রীয় কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, রামকৃষ্ণ মঠ ও মিশনের সচিব স্বামী হিতকামানন্দ মহারাজ, শিক্ষা দপ্তরের অধিকর্তা এম কে নাথ, বিবেক উদ্যান সংরক্ষন সমিতির সভাপতি কানাইলাল দাস, সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা।