নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী ৷৷ ৩৩তম জাতীয় যুব উৎসব এবং স্বামী বিবেকানন্দের ১৫৫তম জন্মতিথি পালনের অঙ্গ হিসেবে ইউথ ফর ইন্টিগ্রেশন-র তরফ থেকে ১২ই জানুয়ারী আগরতলা থেকে ২৭ জনের যুব দল হিমাচল প্রদেশের উদ্যেশে রওনা দিল। রাজ্যের যুব দল ৬ দিনের এই ট্র্যাকিং ক্যাম্পে বিভিন্ন ইভেন্টে অংশ নেবে বলে সংস্থার তরফে জানানো হয়। ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি এবং পাহাড়ি বাঙালির মধ্যে মিল বন্ধন সিমলায় পরিবেশন করবে এই যুব দল।