গোপাল সিং, খোয়াই, ১৩ জানুয়ারী ৷৷ স্বামী বিবেকানন্দের ১৫৫তম জন্মজয়ন্তী এবং জাতীয় যুব উৎসব উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরেও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে রাজ্যের প্রতিষ্ঠিত যুবকদের যুব সন্মান প্রদান করা হয়। বৃহস্পতিবার ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের ১৫তম কেন্দ্রীয় সন্মেলনের মঞ্চে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান DYFI সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ এমবি রাজেশ, প্রাক্তন যুব নেতা তথা TTAADC-র CEM রাধাচরণ দেববর্মা, DYFI রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, সভাপতি পঙ্কজ ঘোষ সহ অন্যান্যরা। রাজ্যের ক্রীড়া এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের এদিন যুব সন্মানে ভূষিত করা হয়।