নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ।। সিমান্ত উপদ্রব মুক্ত রাখতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বেড়া দেয়া হলেও এখনো কিছু এলাকা উন্মুক্ত রয়েছে। আর সেই বেড়ার ফাঁক গলে প্রায়ই চুরি পর্ব হচ্ছে রাজ্যে। শুক্রবার দুই বাংলাদেশী চোর দিন দুপুরে বাড়ির অনুপস্থিতির সুযোগ নিয়ে উজান অভয়নগরের দশরত দেববর্মার বারিতে চুরি করে পালাবার সময় সজল মিঞা নামে এক চোরকে হাতে নাতে ধরে ফেলে পাড়া প্রতিবেশী। জানা যায়, বাড়ির মালিক দশরত দেববর্মা জিরানিয়া এসডিএম অফিসে চাকরি করেন। পরে সেই চোরকে উত্তম মধ্যম দিয়ে আরক্ষা দপ্তরের হাতে তুলে দেয়।
রাজীব সাহার তোলা ছবি।