পথের বলি এক গাড়ী চালক

cpimগোপাল সিং,  খোয়াই, ১৪ জানুয়ারী ৷৷ খোয়াইতে পথের বলি সমর দে নামে এক গাড়ী চালক। তার বয়স ৩২ বছর। পিতা প্রয়াত শচীন্দ্র লাল দে। বাড়ী চরগণকী এলাকায়। ঘটনা খোয়াই থানাধীন সিঙ্গিছড়া এলাকায়। শনিবার সকালে ডুম্বুর তীর্থমুখ মেলা থেকে বেহলাবাড়ী এলাকায় যাত্রীদের বাড়ী পৌছাবার পর গাড়ী চালক খোয়াই সিঙ্গিছড়া এলাকায় আসার সময় এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায় TR06-0364 নম্বরের ইকো গাড়ীটি। গাড়ীটি গাছের সাথে ধাক্কা খাওয়ায় ছিটকে পড়ে যান চালক সমর দে। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত চালককে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আনার কিছুক্ষন বাদেই সমর দে মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে ছুটে যান সিআইটিইউ এবং টিএমএসইউ নেতৃত্বরা। মৃত সমর দে ছিল খোয়াই মারুতী ইউনিটের সদস্য। টিএমএসইউ বিভাগীয় কার্য্যালয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*