নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী ৷৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টনের ক্ষেত্রে দলবাজী এবং দুর্নীতির প্রতিবাদে মাঠে নামল বড়জলা ব্লক কংগ্রেস। সোমবার বড়জলা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহার নিকট প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টনে দলবাজী এবং দুর্নীতির প্রতিবাদে ডেপুটেশন প্রদান করা হয়।