নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী ৷৷ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক নাট্য উৎসব অনুষ্ঠিত হয়। নাট্য উৎসবে পশ্চিম ত্রিপুরা জেলার তিনটি মহকুমার নির্বাচিত ৯টি বিদ্যালয় এবং আমন্ত্রিত একটি বুফ্যালয়ের ছাত্রছাত্রীরা বাংলা ও ককবরক ভাষায় নাটক পরিবেশন করে। সোমবার মুক্তধারা প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্জলন করে নাট্য উৎসবের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাস, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহ সভাধিপতি মনমোহিনী দেবনাথ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শিসির দেব এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দীনেশ দেবনাথ উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় প্রথম হয়েছে মহারাণী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়।