খোয়াই প্রতিনিধি, আগরতলা, ০১ নভেম্বর ।। খোয়াই ধলাবিল এর ধলাবিল উচ্চ বিদ্যালয়ের পাশে দীর্ঘ দিন ধরে রাস্তা বেহাল অবস্থায় পরে থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের সারাইয়ের কোনো উদ্যোগ নেই বহু দিন ধরে। ফলে নিয়মিত অসুবিধায় পড়তে হচ্ছে এলাকার পথচারিদের।
খোয়াই থেকে মৃদুল চক্রবর্তীর তোলা ছবি।