গোপাল সিং, খোয়াই, ১৭ জানুয়ারী ৷৷ খোয়াইতে মঙ্গলবার থেকে শুরু হল অনুর্ধ-১৬ স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। মোট ৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হয় পহড়মুড়া দ্বাদশ ও খোয়াই ইংরেজী মাধ্যম দ্বাদশ শ্রেনী বিদ্যালয়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংরেজী মাধ্যম দ্বাদশ। অনুর্ধ ১৪ ক্লাব ক্রিকেট প্রতিযোগিতায় মরশুমের প্রথম শতরানকারী ব্যাটসম্যান পূর্ণচন্দ্র সিনহার ৭৫ বলে ৯টি চারের সাহায্যে ৪৭ রান, অপর ওপেনার সৌরভ দেববর্মার ৪টি চারের সাহায্যে ৪৭ বলে ২০ রানের ইনিংস এবং শেষ দিকে ৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২৪ বলে ৩০ রান করে নটআউট থাকা সৌরভ রাউথ ছাড়া আর কোন ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি। মাত্র ৩২ ওভার ২ বলে সবক’টি উইকেট হারিয়ে ইংরেজী মাধ্যম দ্বাদশ তুলে ১৫৩ রান। পহড়মুড়া দ্বাদশের পক্ষে বল হাতে সফল প্রসেঞ্জিত গোয়ালা। ২১ রানে সে তুলে নেয় ৩টি উইকেট। এছাড়া ২টি করে উইকেট যায় প্রেমজিৎ দত্ত ও মিঠু বিশ্বাসের দখলে। ১টি উইকেট পায় সুপ্রদীপ পাল। জবাবে ব্যাট করতে নেমে ধারাবাহিক উইকেট পতনের ফলে প্রথম থেকেই চাপের মুখে পড়ে পহড়মুড়া দ্বাদশ। বল হাতে ভেলকি দেখানোর পর ব্যাট হাতেও সফল প্রেমজিৎ দত্ত ১৪, মিঠু বিশ্বাস ৩৮। এছাড়া দলের পক্ষে সুমন দাসের ১৫ রান উল্লেখযোগ্য। মাত্র ২৪ ওভারেই সবক’টি উইকেটের পতন ঘটে পহরমুড়া দ্বাদশের। তবে ম্যাচ এক সময় জমে উঠেছিল। যদিও শেষ রক্ষা হয়নি। ৩৬ রানের ব্যাবধানে প্রতিযোগিতার প্রথম ম্যাচে জয় পায় খোয়াই ইংরেজী মাধ্যম দ্বাদশ শ্রেনী বিদ্যালয়। পহরমুড়া দ্বাদশের পক্ষে একাই ৫টি উইকেট দখল করে কে.অভিনব সিনহা। মাত্র ১৯ রানে সে তুলে নেয় মুল্যবান ৫টি উইকেট। এছাড়া ৩টি উইকেট পায় অঙ্কুর ঘোষ এবং ১টি করে উইকেট পায় মলয় পাল ও পূর্ণচন্দ্র সিনহা। আজকের ম্যাচে আম্পায়ার হিসাবে মাঠে ছিলেন নিমাই শুক্লদাস ও অসিত মির্ধা।