বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ১৭ জানুয়ারী ৷৷ ২৮তম সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে রবিবার শান্তির বাজার কমিউনিটি হলে পরিবহণ দপ্তর এবং আরক্ষা দপ্তরের উদ্যোগে সড়ক সুরক্ষা সপ্তাহ অনুষ্ঠিত হয়। কিন্তু সমগ্র অনুষ্ঠানে আরক্ষা দপ্তরের একজন কর্মীও উপস্থিত ছিলনা। অবশেষে পরিবহণ দপ্তরের উদ্যোগে বাজার সমিতির লোকজন ও গাড়ি চালকদের নিয়ে এই সমগ্র অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক সুর, পরিবহণ দপ্তরের আধিকারিক মনিষ দাস, মূখ্য কার্যনির্বাহী আধিকারিক সুধাংশু লাল দাস ও অন্যান্য অতিথিবৃন্দ।