নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারী ৷৷ ১৯৭৩ সালে ১৯শে জানুয়ারী রাজ্যে ককবরক ভাষাকে সরকারী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ৩৯তম ককবরক দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা মুক্তধারা অডিটরিয়ামে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী। সভাপতিত্ব করেন উপজাতি কল্যাণ মন্ত্রী অঘোর দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা রবীন্দ্র রিয়াং, উপজাতি গবেষণা ও সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা সুনীল দেববর্মা, সমাজসেবী সলিল দেববর্মণ। অনুষ্ঠানে ককবরক ছোট গল্প ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।