গোপাল সিং, খোয়াই, ২০ জানুয়ারী ৷৷ খোয়াইতে অনুষ্ঠিত অনুর্ধ-১৬ স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের ম্যাচটি ছিল খোয়াই সরকারী ইরেজী মাধ্যম বিদ্যালয় বনাম শরৎচন্দ্র দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের। টসে জিতে শরৎচন্দ্র দ্বাদশ ব্যাট করতে আমন্ত্রন জানায় ইংরেজী মাধ্যম দ্বাদশকে। ওপেনিং জুটি বেশীক্ষন স্থায়ী হয়নি। আজ পূর্ণচন্দ্র সিনহাও মাত্র ২ রানে আউট হয়ে ফিরে। দলীয় মাত্র ১৯ রানে দুই ওপেনার ফিরে গেলে ম্যাচের হাল ধরে মিডল অর্ডার ব্যাটসম্যান জ্ঞান দেববর্মা ও অভিজিৎ দে। এই জুটিতে মূল্যবান ৪৬ রান যোগ হয়। কিন্তু এই জুটিও ভেঙে যায়। ধারাবাহিক উইকেট পতনের মুখে কে.অভিনব সিনহার অর্ধশতরান দলীয় স্কোরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অভিনব ৩৭ বলে ৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫৩ রান করে আউট হয়। এরপর ইংরেজী মাধ্যম দ্বাদশের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি। মাত্র ৩৬.৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৫২ রান করে খোয়াই সরকারী ইংরেজী মাধ্যম দ্বাদশ। অপরদিকে শরৎচন্দ্র দ্বাদশের পক্ষে ২টি করে উইকেট দখল করে সুমন দত্ত ও গৌরব দত্ত। ১টি করে উইকেট পায় দেবাশিষ আচার্য্য, সৌরভ দত্ত ও চিরঞ্জিত দত্ত। ১৫৩ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে শরৎচন্দ্র দ্বাদশ। ওপেনার গৌরব দত্ত ৭১ বলে ৬টি চারের সাহায্যে ৪৮ রান করে। এছাড়া সৌরভ দত্ত ৫টি চারের সাহায্যে ২২ বলে ২৫ রান করে। তবে ধারাবাহিক উইকেট পতনের মুখে ম্যাচে থেকেও শেষ রক্ষা করতে পারেনি। একসময় ম্যাচটি পেন্ডুলিয়ামের মতো দু’দিকেই গড়াতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত ইংরেজী মাধ্যম দ্বাদশের বোলাদের দাপটের মুখে ২৯.৩ ওভারে ১৪০ রানেই সবক’টি উইকেটের পতন ঘটে শরৎচন্দ্র দ্বাদশের। মলয় পাল এর দুর্ধর্ষ বোলিং শরৎচন্দ্র দ্বাদশের জয়ের পথ বন্ধ করে দেয়। মলয় একাই তুলে নেয় ৪টি উইকেট। এছাড়া ২টি করে উইকেট পায় কে.অভিনব সিনহা ও অঙ্কুর বিশ্বাস। ১টি উইকেট যায় পূর্ণচন্দ্র সিনহার দখলে। খোয়াই সরকারী ইরেজী মাধ্যম বিদ্যালয় এর বোলারদের দাপটে ১২ রানের ব্যবধানে পরাজিত হয় শরৎচন্দ্র দ্বাদশ। আজকের ম্যাচে আম্পায়ার হিসাবে মাঠে ছিলেন অসিত মির্ধা ও নিমাই শুক্লদাস।