নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী ৷৷ এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে পানিসাগর আঞ্চলীক শারীর শিক্ষণ মহাবিদ্যালয়ের (আর সি পি ই) প্রশাসনিক ভবন, ত্রিপুরা স্পোর্টস স্কুল, উইমেন্স হোস্টেল, গার্লস হোস্টেল, ইন্ডোর হল এবং গ্র্যান্ড স্ট্যান্ড এর উদ্বোধন করা হয়। সুদৃশ্য সবকটি পরিকাঠামো নির্মাণে প্রায় ২৫ কোটি টাকা ব্যয় হয়েছে। শুক্রবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুবোধ দাস, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস, পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীতল দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অরুন্ধুতী দাস, গামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব ডঃ জি এস জি আয়েঙ্গার, প্রধান সচিব ডঃ রাকেশ সারোয়াল, উত্তর ত্রিপুরার জেলা শাসক ডাঃ সন্দীপ এন মাহাত্মে।