বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ২২ জানুয়ারী ৷৷ রাজ্যের ঐতিহ্যবাহী পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবের সূচনা হল শনিবার। ২১শে জানুয়ারী থেকে ২৩শে জানুয়ারী পর্যন্ত তিনদিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়িস্থিত পশ্চিম পিলাক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবকে কেন্দ্র করে বসেছে মেলা। ১৬টি সরকারী দপ্তর এই মেলায় তাদের প্রদর্শনী মন্ডপ খুলেছে।