গোপাল সিং, খোয়াই, ২২ জানুয়ারী ৷৷ খোয়াই এর প্রাচীনতম উৎসব চৌদ্দমাদল সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন ও চৌদ্দমাদল উৎসব উপলক্ষ্যে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্তা, প্রাক্তন ভাইস-চেয়ারপার্সন সুখেন্দু বিকাশ দে সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে আলোচনা করতে গিয়ে বিধায়ক বিশ্বজিৎ দত্ত বলেন, ৫০ বছরের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। আজকের এই অনুষ্ঠানটি বর্তমান ভারতবর্ষের মধ্যে ধর্মে-ধর্মে, জাতিতে-জাতিতে হানাহানি, যুদ্ধ-বিগ্রহ যা চলছে, এই অনুষ্ঠানটা যোগ্য জবাব দিতে পারে। এই অনুষ্ঠানই বলতে পারে আমার রক্ত মুসলিমের শরীরে যাবে, খ্রীষ্টানের শরীরে যাবে। ও জীবন ফিরে পাবে। আমরা সনাতন ধর্মের উপাসক। আমাদের সকল ধর্মের প্রতি বিশ্বাস আছে। আমি রক্ত দিলাম মুসলিমের, খ্রীষ্টানের জীবন বাঁচানোর জন্য। আজকে এই হানাহানির দিনে আমরা একটা মিলনের, ঐক্যের, সম্প্রীতির জয়যাত্রা শুরু করেছি। সমস্ত মানুষের কাছে চিরস্থায়ি হয়ে থাকবে। অপরদিকে অন্যান্য বক্তারা রক্তদানের গুরুত্ব ও তাৎপর্য্য তুলে ধরেন এবং প্রাচীনতম চৌদ্দমাদল উৎসবকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উৎসব কমিটির মধ্যে অনেকেই আজ প্রয়াত হয়েছেন। তাদের প্রতিও শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা। সর্বোপরি এই চৌদ্দমাদল উৎসবকে সফল করার লক্ষ্যে খোয়াইবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। মুল অনুষ্ঠানের পর শুরু হয় রক্তদান শিবির। উক্ত শিবিরে উৎসাহী রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। উল্লেখ্য ভাগবত পাঠ শুরু হয়েছে ১৭ই জানুয়ারী থেকে, চলবে ২৩ তারিখ পর্যন্ত। ২৫শে জানুয়ারী থেকে ২৯শে জানুয়ারী পর্যন্ত চলবে হরিনামসংকীর্ত্তন এবং সমাপ্তি দিন হবে মহাপ্রসাদ বিতরন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে উপস্থিত থেকে চৌদ্দমাদল সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন ও উৎসবকে সফল করে তোলার জন্য সবার সহযোগিতার আবেদন রাখেন উৎসব কমিটির সম্পাদক।