বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ২৩ জানুয়ারী ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত গবিন বাড়ি প্রতন্ত দুর্গম এলাকায় ১৯৮১ সালে জি বি স্কুল হিসেবে যাত্রা শুরু করে। ধীরে ধীরে শিক্কখার গুনগত মান উন্নয়নের জন্য ২০০৭ সালে এই স্কুলটি এস বি তে পরিনত হয়। সোমবার নেতাজীর জন্মদিনে কারামন্ত্রী মনিন্দ্র রিয়াং এর হাত ধরে স্কুলটি হাইস্কুলে পরিনত হয়। এই স্কুলে বর্তমানে ক্লাস ১ম থেকে ১০ম পর্যন্ত মোট ৭১ জন ছাত্রছাত্রী আছে। মোট শিক্ষকের সংখ্যা ৮ জন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক বাসুদেব মজুমদার, দক্ষিন ত্রিপুরা জেলার সভাধিপতি হিমাংশু রায়, লাউগাংসম এডিসি ভিলেজের চেয়ারম্যান বাসন্তি রিয়াং।