সরব প্রচার শেষ, আগামী ১৫ জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ভোট, ভোটের হিসেব চলছে ঘরে ঘরে

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৩ জুলাই/(NUT) : আর মাঝখানে কয়েক ঘণ্টা তার পরেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ভোট। গ্রাম সরকার গঠনে ভোট দেবেন গ্রামের মানুষ।
গণতন্ত্রের নিয়মে সরব প্রচার শেষ, তবে শব্দহীন ভোট প্রচার অব্যাহত থাকবে বলাই বাহুল্য। পঞ্চায়েত দখলের যুদ্ধে সব রাজনৈতিক দল গুলো পাল্লা দিয়ে প্রচার চালিয়েছে।
গণতন্ত্রের শক্তি শেল গ্রামবাসীদের হাতে, কাকে ঘায়েল করবেন, কার গলায় জয়ের মালা দেবেন সেই হিসাব চলছে গ্রামের ঘরে ঘরে।

FacebookTwitterGoogle+Share