নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী ৷৷ মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে চলেছে আগরতলা-উদয়পুর যাত্রীবাহী বিশেষ রেল। উদ্বোধনের পর ২৫ জানুয়ারী থেকে প্রতিদিন দু’জোড়া করে ট্রেন চলবে। মোট ৫ কোচের রেলে ৪টি দ্বিতীয় শ্রেণী এবং ১টি এস এল আর কোচ থাকবে। আগরতলা-উদয়পুর যাত্রীবাহী বিশেষ রেলে যাত্রীপিছু ভাড়া পড়বে ১০ টাকা করে। আগরতলা থেকে সেকেরকোট, বিশালগড়, বিশ্রামগঞ্জ সহ উদয়পুর পর্যন্ত সবকটি স্টেশনের ক্ষেত্রে একই ভাড়া বরাদ্দ করা হয়েছে। আগরতলা-উদয়পুর যাত্রীবাহী রেলের উদ্বোধনকে কেন্দ্র করে সোমবার আগরতলাস্থিত বাধারঘাট রেল স্টেশনে শ্রমিকদের ব্যবস্ততা ছিল তুঙ্গে।