দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৩ জানুয়ারী ৷৷ প্রতিবছর ২৩শে জানুয়ারীতে পাহাড়ী ত্রিপুরা নতুন করে জেগে উঠে নেতাজী বন্ধনায়। স্কুল, কলেজ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্প অর্পণে শ্রদ্ধা জানানো হয়। বিশেষ করে আগরতলার ২৩শে জানুয়ারী বর্ণাঢ্য শোভাযাত্র আবাল, বৃদ্ধ, বনিতার উচ্ছ্বাস আনন্দে অতিবাহিত হয়। সোমবার, শহরের পথে নেতাজীর জন্মদিনের শোভাযাত্রা দর্শনে হাজার হাজার মানুষ পথের পাশে দাঁড়িয়ে অবলোকন করেছেন। নেতাজী সুভাষ বিদ্যানিকেতন সহ বেশকিছু সংস্থা, প্রতিষ্ঠান শোভাযাত্রায় অংশ নেয়। থীম নির্ভর শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে দেশ তথা বিশ্বের সঙ্গে রাজ্যের বিভিন্ন ঘটনা।