বোল্ডার নির্মানে ব্যাপক ঘোটালা খোয়াইয়ে

rdগোপাল সিং, খোয়াই, ২৪ জানুয়ারী ৷৷ খোয়াই জেলায় বোল্ডার এর কাজ নিয়ে চলছে ব্যাপক ঘোটালা। এই বোল্ডার এর কাজ পেতে বহু জল ঘোলা করতে হয়। আজকের ঘটনা নয়, বছরের পর বছর ধরে চলছে এই কাজ নিয়ে প্রতিযোগিতা। একবার এই কাজ পেলে জীবনে আর পেছন ফিরে তাকাতে হয় না। ঐ সব ঠিকেদারদের বর্তমান অবস্থা সবাই জানেন, বিত্তবান। ঐসব কাজের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য সহকারে সংবাদ পরিবেশন করেও কোন সমাধান হয়নি। জনগণের অভিমত কেন বোল্ডার কাজের বরাত পেতে অনেক লম্বা চেইনের সাথে যুক্ত হতে হয়? এই ছবিটি কোন নদীর পারের বা গ্রামীণ এলাকার কাজের নয়। যে জায়গার দৃশ্য, সেখানে খোয়াই জেলার সর্বময় কর্তারা থাকেন। ডি.এম, এসডিএম, পূর্ত দপ্তর থেকে প্রশাসনের সবাই অর্থ্যাৎ হাতের কাছেই দেখা যাচ্ছে ঘন কুয়াশার জলেই বোল্ডার গলে যাচ্ছে। বৃষ্টি হলে কি হবে ? প্রশ্ন জনগনের। খোয়াই ফিসারী দপ্তরের কাজের জন্য এই বোল্ডারগুলি নাকি তৈরী হয়েছে বলে জনগনের অভিমত। ভবিষ্যতে এবং বর্তমানে বোল্ডার কাজের কি দশা তা জনগন অনুমান করে চলছে। প্রশাসন কবে অনুমান করবে সেটাই জনগনের জিজ্ঞাসা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*